Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন

দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র

দুস্থ শিশুদের সাধারণ শিক্ষার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সমাজে সঠিক ভাবে পুনর্বাসিত করার উদ্দেশ্যে গাজীপুর জেলার কোনাবাড়ী, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় ছেলেদের জন্য ২টি ও গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় মেয়েদের জন্য ১টি প্রতিষ্ঠান চালু রয়েছে।

সেবা

  • দুস্থ শিশুদের প্রতিপালন
  • পারিবারিক পরিবেশে স্নেহ-ভালবাসা ও আদর-যত্নের সাথে লালন পালন
  • শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান
  • নিবাসীদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধন
  • পুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা

 

সেবাদান কেন্দ্র

 

ক্র

কেন্দ্রের নাম ও ঠিকানা

কর্মকর্তার নাম ও পদবী

ফোন/মোবাইল নম্বর

০১

দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, কোনাবাড়ী, গাজীপুর

মোহাম্মদ বোরহান উদ্দিন

তত্ত্বাবধায়ক (সহকারি পরিচালক)

ফোন: +৮৮ ০২ ৯২৯৮৮২৫

মোবাইল- ০১৭০৮৪১৫৩২৯

০২

শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ

শীলা সাহা

তত্ত্বাবধায়ক (সহকারি পরিচালক)

ফোন:  +৮৮০৬৬ ৫৬৩৫২

মোবাইল- +৮৮০১৭১১৩২০৫১২

০৩

এতিম ও দুস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম

মিজানুর রহমান

উপতত্ত্বাবধায়ক

ফোন: +৮৮ ০১৯৩২ ৮৬৬৮৫৪

মোবাইল +৮৮০১৮১৮৯১১৬০৬

 

 

কেন্দ্রের বিবরণ

 

ক্র

কেন্দ্রের নাম ও ঠিকানা

প্রতিষ্ঠাকাল

নিবাসীর ধরন

অনুমোদিত আসন

বর্তমান নিবাসি

০১

দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, কোনাবাড়ী, গাজীপুর

১৯৮১

বালক

৪০০

৪৫

০২

শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ

১৯৯৭

বালিকা

৩০০

২৫৪

০৩

এতিম ও দুস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম

১৯৯৫

বালক

৫০+৫০=১০০
(আবাসিক/অনাবাসিক)

৫০ +১১=৬১

মোট

৮০০

৩৬০

 

সেবা প্রদান পদ্ধতি ও কার্যাবলি

 

নির্ধারিত ফরমে ৬-৯ বছরে বিপন্ন ও ঝুকিপূর্ণ  শিশুর অভিভাবকরা আবেদনপত্র দাখিল করবেন। প্রাপ্ত আবেদনপত্রের খসড়া তালিকা প্রস্ত্ততপূর্বক তত্ত্বাবধায়ক/ঊপ-তত্ত্বাবধায়ক ভর্তি কমিটির সভা আহ্বান করেন। সভায় নিবাসী নির্বাচনপূর্বক আবেদনকারীকে অবহিত করার মাধ্যমে ভর্তি করে  ১৮ বছর বয়স পর্যন্ত ভরণ-পোষণ, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা হয়।

 

  • প্রতি বছর ডিসেম্বর মাসে ৫-৯ বছর বয়সী দুঃস্থ শিশুর অভিভাবক কর্তৃক  নির্ধারিত ফর্মে সংশ্লিষ্ট কেন্দ্রে অথবা জেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন দাখিল;
  • সিভিল সার্জন বা তার প্রতিনিধির মাধ্যমে আবেদকারী এতিম শিশুর বয়স ও স্বাস্থ্যগত অবস্থা যাচাই;
  • ভর্তি কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমোদন
  • বিনামূল্যে এতিম শিশু ভর্তি;
  • পারিবারিক পরিবেশে স্মেহ-ভালবাসা ও আদর-যত্নের সাথে লালন পালন
  • শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান
  • নিবাসীদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধন
  • পুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা।
  • সেবা প্রদানের লক্ষ্যভুক্ত শিশু
  • দরিদ্র, অসহায়, ছিন্নমূল ও দুঃস্থশিশু যাদের বয়স ৫-৯ বছর তারা ভর্তির যোগ্য।

 

সংশ্লিষ্ট আই/বিধি/ নীতিমালা

শিশু আইন ২০১৩

 

 

নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্র

  • কেন্দ্র পরিচালনায় কোন ব্যত্যয় পরিলক্ষিত হলে কর্তৃপক্ষকে অবহিত করা;
  • যাকাত, ফিতরা, দানসহ ইত্যাদি আর্থিক সহায়তা করা;
  • শিশুদের শিক্ষার গুণগতমান উন্নয়নে যে কোন সহযোগিতা;
  • শিশুর পুনর্বাসনে আর্থিক ভাবে, চাকুরী প্রদান মাধ্যমে বা তথ্য সরবরাহের মাধ্যমে সহযোগিতা করা;
  • শিশুদের প্রতি সহমর্মি আচরণ করা;
  • শিশুর পরিপূর্ণ বিকাশে যে কোন ধরণের সহযোগিতা।

 

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়

  • আসন শূন্য সাপেক্ষে আবেদনের ১ মাসের মধ্যে ভর্তি
  • ভর্তির পর এতিম শিশুর বয়স ১৮ বছর পূর্ণ হওয়া পর্যন্ত।

 

 

যার সাথে যোগাযোগ করতে হবে

প্রাথমিক পর্যায়ে সংশ্লিষ্ট উপ-তত্ত্বাবধায়ক, দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র;

 

নির্দিষ্টসেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

 

উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়

পরিচালক (প্রতিষ্ঠান), সমাজসেবা অধিদপ্তর